স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল কুদালিছড়া। দীর্ঘ দিন পর জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে খালটি উদ্ধার হয়। এবং স্বেচ্ছা শ্রমে কুদালিছড়া খনন করা হয়। কিন্তু জনসাধারণের অসচেতনার কারণে ছড়ায় আবারও জমে উঠেছিল ময়লা আবর্জনা। ছড়াটির দুই পাশে গজিয়েছিল ঝোপ জাড়। যা পানি চলাচলে বাধা সৃষ্টি করছিল।
সরেজমিনে দেখা যায়, গত শনিবার থেকে শহরের সাড়ে তিন কিলোমিটার এলাকায় কুদালিছড়ার পরিচ্ছন্নতা কাজ শুরু হয়েছে। ২টি নৌকার সাহায্যে ৮জন পরিচ্ছন্নকর্মী এই কাজে নিয়োজিত আছে। খালে দুই পাশের আগাছা পরিষ্কার করা হচ্ছে। এবং পানির গতিতে বাধা সৃষ্টিকারী ময়লা ও বর্জ্য অপসারণ করা হচ্ছে। এই পরিচ্ছন্ন অভিযান চলেব সপ্তাহ জুড়ে।
এর সুফলও পেয়েছে শহরবাসী। ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে সারাদেশে টানা বর্ষণ হয়। এই বর্ষণে অনেক শহরের জলাবদ্ধতা সৃষ্টি হয়। কিন্তু মৌলভীবাজার শহরের কোথাও জলাবদ্ধতা হয়নি। এমনকি কুদালিছড়ায় নৌকার সাহায্যে পরিচ্ছন্ন কাজ করছিল শ্রমিকরা।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, “কুদালীছড়া হচ্ছে মৌলভীবাজার শহরের জীবন। এই কুদালিছড়াকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য অভিযান চলছে চলবে। কিছু দিন পর পরই এই অভিযান চলবে।”
তিনি আরোও বলেন, “শুধু পৌরসভা একা কোদালিছড়া রক্ষা করতে পারবেনা। আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কোদালিছড়ায় এবং শহরের ড্রেনে ময়লা আবর্জনা ফেলা যাবেনা। এই শহরকে পরিচ্ছন্ন রাখতে হলে সকলকে একসাথে কাজ করতে হবে।”
Post Views:
0