কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরএলাকাসহ সকল ইউনিয়নে বেওয়ারিশ কুকুুরের উৎপাত দেখা দিয়েছে। কমলগঞ্জ উপজেলার ভানুগাছ, শমশেরনগর, উপজেলা চৌমুহনা, মুন্সীবাজার, শহীদনগরবাজার, আদমপুর, মাধবপুর, পাত্রখোলা, আলীনগর চৌমুহনা, উপজেলাবাজার সহ জনবহুল সকল স্থানে কুকুরের উপদ্রব বেশী দেখা যাচ্ছে। এসব বেওয়ারিশ কুকুর বিভিন্ন বয়সী মানুষের পাশাপাশি হাঁস-মুরগি, গরু-ছাগলকেও কামড়াচ্ছে।
রাস্তাঘাটে দলবেঁধে কুকুরের অবস্থান থাকায় পথচারীরা চলতে বাধার সম্মুখীন হচ্ছেন। একসঙ্গে অনেক কুকুরের ঘেউ ঘেউ ডাকে বিরক্ত হচ্ছেন স্থানীয়রা। কখনো দিনমজুর, কখনো পথশিশুরা কুকুরের আক্রমনের শিকার হচ্ছেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা পৌরসভার অফিসে কুকুরের কামড়ের ভেকসিন না থাকায় ভোগান্তির শেষ থাকে না আক্রান্ত মানুষের। স্থানীয়রা অনতিবিলম্বে কমলগঞ্জের গুরুত্বপূর্ণ হাট বাজার ও জনবহুল স্থান থেকে শুরু করে সর্বত্র কুকুর নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
Post Views:
0