কমলগঞ্জ প্রতিনিধি:
সনাতনী ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। চারিদিকে পূজা পূজা গন্ধ। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মাকে বরণ করতে প্রস্তুত পূজামন্ডপগুলো। উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, এবারের পূজার প্রতিমায় ব্যতিক্রম আনার চেষ্টা করেছেন বেশ কয়েকটি পূজামন্ডপে।
বিগত বছরের তুলনায় এ বছর দূর্গোৎসবে দ্বিগুন ব্যয় বৃদ্ধি পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের। এরপরও থেমে নেই কোন আয়োজন। রকমারী আলোক সজ্জার বর্ণালী বাহারে সাজানো হবে মন্ডপ ও তার আশপাশ। কমলগঞ্জ উপজেলায় মোট পূজা মন্ডপের সংখ্যা ১৩৬ টি। তারমধ্যে কমলগঞ্জ পৌরসভায় ৭টি, রহিমপুর ইউনিয়নে ১৭ টি, পতনউষার ইউনিয়নে ১৭টি, মুন্সীবাজার ইউনিয়নে ১৪টি, শমসেরনগর ইউনিয়নে ১৪টি, কমলগঞ্জ ইউনিয়নে ৮টি, আলীনগর ইউনিয়নে ২১টি, আদমপুর ইউনিয়নে ১২টি, মাধবপুর ইউনিয়নে ১৬টি ও ইসলামপুর ইউনিয়নে ১০টি পূজামন্ডপ রয়েছে।
কমলগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা জানান, শারদীয় দূর্গাপূজা আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আমরা সর্বপ্রকার সর্তকতা অবলম্বন করছি। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অধিকতর নিরাপত্তা জোরদারের জন্য প্রত্যেক মন্ডপে মন্ডপ কমিটির নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবক রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। পূজা মন্ডপগুলোর নিরাপত্তা রক্ষায় ইতিমধ্যে ১১৮০জন আনসারসহ বিপুল সংখ্যক পুলিশের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Post Views:
0