শ্রীমঙ্গল প্রতিনিধি:
আলিয়াছড়া পুঞ্জির প্রেসবিটারিয়ান চার্চের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। রবিবার সকালে চাচের্র ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান ও ফলক উন্মোচন করা হয়।
চার্চের ডিকন আরন মানার এর সঞ্চালনায় ও শ্রীমঙ্গল বড়লেখা প্রেসবিটারিয়ান চার্চের মডারেটর রেভাঃ এব্রিসন প্রতাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের মেঘালয়ের জৈয়ন্তিয়া প্রেসবিটারিয়ান এর রেভা: ড. জে এফ জরুয়া। বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসবিটারিয়ান সিনড এর মডারেটর যাকব কিসকু, রেভা: ডেলিনসন বারৈ, আলিয়াছড়া পুঞ্জির হেডম্যান উটিয়ান তংপের, খাসি লেখক রুস পতাম।
এসময় বিদেশী অতিথি ড. পল সহ সিলেট বিভাগের বিভিন্ন প্রেসবিটারিয়ান চার্চ মন্ডলীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলিয়াছড়া চার্চ পুঞ্জি ১৯৬৮ সালে হবিগঞ্জের বাহুবল উপজেলার আলিয়াছড়ায় প্রতিষ্ঠিত হয়।
Post Views:
0