স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারে যুবদলের মিছিলে নেতাকর্মীদের সাথে পুলিশের ধাক্কাধাক্কির এক পর্যায়ে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এসময় যুবদল নেতাদের ইট পাক্কেল নিক্ষেপে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করছেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সুহেল আহম্মদ। এ ঘটনায় পুলিশ ফাইম আহম্মদ নামে এক যুবককে আটক করেছে। তবে পুলিশের এমন বক্তব্য অস্বীকার করে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বলেন, এধরনের কোন ঘটনা ঘটেনি। যা স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ দেখলেই প্রমাণ মিলবে। তিনি আটক ওই কিশোরকে তাদের কর্মী নয় বলেও জানান
তারেক রহমানসহ বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে জেলা যুবদলের উদ্যোগে রোববার দুপুরে শহরের কুসুমবাগ এলাকায় একটি মিছিল বাহির করা হয়। এসময় এ এঘটনা ঘটে।
ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই ইমরান আহমদ, এ এস আই রনেশ ভট্টাচার্য, কন্সটেবল রনধীর দাস ও মোবারক হোসেন। মিছিলে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মোহিত সহ জেলা ও উপজেলা যুবদল নেতৃবৃন্দ। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।