কমলগঞ্জ প্রতিনিধি:
‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
১৩ অক্টোবর শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বর্ণাঢ্য র্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ) এর আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থী, ফায়ার সার্ভিস সদস্যের অংশগ্রহণে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবসের র্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে চৌমুহনা অতিক্রম করে পুণরায় হলরুমে এসে শেষ হয়।
পরে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ এর সভাপতিত্বে ও মো. সাইদুল এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস এর কর্মকর্তা রাধাকান্ত সিংহ, সুব্রত দেবরায়, নূরুল মোহাইমীন, মোস্তাফিজুর রহমান, শাহীন আহমদ প্রমুখ।
Post Views:
0