কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে উদ্বোধন করা হয়েছে।
১৩ অক্টোবর শনিবার সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ প্রধান অতিথি থেকে কেন্দ্রটির উদ্বোধন করেন। ইসলামী ব্যংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান মুহাম্মদ সাঈদ উল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোলাম কিবরিয়া শফি, মামুনুর রশীদ, মো: সানোয়ার হোসেন, মো: মাসুক আহমেদ, শংকর লাল সাহা, সৈয়দ ইব্রাহীম মোহাম্মদ আব্দুহু, রাসেল হাসান বক্ত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো: মনজুরে এলাহী মিয়াজী, মো: সেলিম মিয়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো: সাব্বির আহাম্মদ মৃধা। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদসহ অতিথিরা ফিতা কেটে ভানুগাছ বাজারের স্টেশন রোডে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কমলগঞ্জ আউটলেট এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।
Post Views:
0