স্টাফ রিপোর্টার:
‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বোড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে ।
শনিবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মোঃ মাহবুবুর রহমান, জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা মোঃ আশরাফ আলী, মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুজিবুর রহমান প্রমুখ।
Post Views:
0