শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে আদিবাসী কোটা বহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে বৃহস্পতিবার(১১অক্টোবর) সকালে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ মৌলভীবাজার জেলা শাখার প্রধান সমন্বয়ক আশীষ দিও এর সভাপতিত্বে ও হেলন হামসে’র সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আদিবাসী নেতা পংকজ কন্দ, চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি পরিমল সিং বাড়াইক, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক শ্যামল দেববর্মা, খাসি সোশ্যাল কাউন্সিলের প্রচার সম্পাদক সাজু মারছিয়াং, আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সচিব তমাল আজিম, শিক্ষার্থী পিন্টু নানোয়ার প্রমুখ।
মানববন্ধনে সরকারি ১ম ও ২য় শ্রেণীর চাকুরীতে আদিবাসী জনগোষ্ঠির জন্য শতকরা ৫ ভাগ আদিবাসী কোটা বহাল রাখার জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানান বক্তারা।
Post Views:
0