স্টাফ রিপোর্টার:
“সবার জন্য চক্ষু সেবা” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতাল-এর উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস-পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে জেলা প্রশাসক ও বি এন এস বি চক্ষু হাসপাতালের সভাপতি মোঃ তোফায়েল ইসলামের নেতৃত্বে দৃষ্টি পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় প্রেস ক্লাবে প্রাঙ্গনে এসে শেষ হয় । প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় বি এন এস বি চক্ষু হাসপাতালের অবৈতনিক যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল হামিদ মাহবুব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ এস এম উমেদ আলী, সৈয়দ হেদায়েত উল্লাহ বেলাল, সৈয়দ তৌফিক আহমদ, সৈয়দ মুজিবুর রহমান, প্রেসক্লাবের সম্পাদক সালেহ এলাহী কুটি প্রমূখ।
পরে কাশিনাথ অলাউদ্দিন স্কুল এন্ড কলেজে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। বি এন এস বি চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ চিকিৎসা প্রদান করেন। এতে ১২০০ (বারশত) ছাত্র/ছাত্রীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজন অনুযায়ী ঔষধ এবং ২৭জন শিক্ষার্থীদের মধ্যে চশমা প্রদান করা হয়।
মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
![মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস পালিত](https://mbpratidin.com/wp-content/uploads/2018/10/Moulvibazar-eye-Day-Camp-11-Oct-pic-1-1.jpg)