স্টাফ রিপোর্টার:
“পরিচ্ছন্ন শহর আমাদের অঙ্গীকার” এই স্লোগান নিয়ে মৌলভীবাজার শহরকে পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তোলার লক্ষে সচেতনতামূলক র্যালী করেছে জেলা প্রশাসন ও পৌরসভা।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মৌলভীবাজার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মো: আজিজুর রহমান, মৌলভীবাজার সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, পৌর মেয়র ফজলুর রহমান, বিজনেস ফোরামের সভাপতি নুরুল ইসলাম কামরান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধা পদ দেব সজল, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধরী, সাধারণ সম্পাদক আলীম উদ্দিন হালিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক তানভির চৌধূরী রবিনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
র্যালী পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পৌরসভার মেয়র ফজলুর রহমান। সচেতনতামূলক র্যালীতে বিজনেস ফোরাম, স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন স্বতস্ফুর্ত অংশগ্রহন করে।
Post Views:
0