শ্রীমঙ্গল প্রতিনিধি:
দেবী দুর্গার নয়টি রূপে দশ দিন ব্যাপী পূজার্চনা শুরু হয়েছে শ্রীমঙ্গলের ইছামতী চা বাগানে। অশুভ শক্তির বিনাশ আর দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনায় বুধবার থেকে পুরাণ চ-ীর বর্ণনানুযায়ী দশভুজা দেবীর ৯টি রূপের কাঠামো তৈরি করে এ পূজার আয়োজন করা হয়েছে।
ব্যতিক্রমী এ পূজা দেখতে প্রথম দিন থেকেই ভক্তরা ভিড় করছেন সেখানে। বৈদিক বিধান অনুযায়ী দেবী দুর্গার রয়েছে ৯টি রূপ। প্রথম দিন দেবীর শৈলপুত্রী রূপে পূজা করা হয়েছে। এভাবে ব্রক্ষচারিনী, চন্দ্রঘণ্টা, কুষ্মা-, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহা গৌরি, ও সিদ্ধিধাত্রী রূপে দেবী দুর্গার পূজা করা হবে। অসুরদের দমন করে মা দুর্গা যেভাবে স্বর্গরাজ্য জয় করেছিলেন ঠিক সেভাবে পৃথিবীর বর্তমান অশান্তি দূর করবেন এমনটাই আশা নিয়েই এবছর এ পূজার আয়োজন করেছেন বলে জানালেন পূজা কমিটির সদস্যরা। আর এ পূজা দেখতে বুধবার সকাল থেকেই ম-পে ভীড় করছেন প্রচুর দর্শনার্থীরা।
সারাদেশে হাজার হাজার পূজাম-পে কারিগররা যখন ব্যস্ত প্রতিমা তৈরির কাজে, সেখানে দেশের একমাত্র এ ম-পে শুরু হয়ে গেছে পূজার্চ্চনা। ঢাকের আওয়াজে মোহিত হচ্ছে চারপাশ। নিজের ও দেশের মঙ্গল কামনায় দেবীর চরণে অঞ্জলিও দিচ্ছেন ভক্তরা।
পূজা কমিটির সাধারণ সম্পাদক দিলীপ দত্ত জানান, গত দশ বছর ধরে তারা এখানে দেবীর নবদূর্গা পূজা করে আসছেন। তবে এর স্থায়ী রূপ দিতে প্রয়োজন সরকারসহ দানশীলদের সহায়তা। নবদূর্গা আগামী ১৯ অক্টোবর মঙ্গলবার দশমী পূজার মধ্য দিয়ে সারাদেশের সাথে মিল রেখে বিসর্জন দেওয়া হবে।
আয়োজকরা জানান, শ্রীমঙ্গলের সর্বাধিক প্রাচীন স্থাপনা হিসেবে এই দেবস্থলিটি পরিচিত। এখানে রয়েছে মঙ্গলচন্ডীদেবীর (দুর্গা) থলি প্রায় পাঁচশত বছর ধরে । এই শ্রী শ্রী মঙ্গল চ-ীর থলি থেকে শ্রীমঙ্গল নামের উৎপত্তি হয়েছে বলেও মত প্রকাশ করেন অনেকে।
বুধবার (১০ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ পূজা শেষ হবে আগামী ১৯ অক্টোবর দেবী বিসর্জনের মাধ্যমে।
Post Views:
0