বড়লেখা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসির দাবিতে বড়লেখা উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বুধবার (১০ অক্টোবর) দুপুরে বড়লেখা পৌরশহরে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এমরান হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক ছাত্রলীগ নেতা দিলিপ দে, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছালেহ আহমদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘দেরিতে হলেও একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার হয়েছে। বাবর-পিন্টুসহ ১৯ জনের ফাঁসি আদেশ দেওয়া হয়েছে। আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। এই হামলার মূল পরিকল্পনাকারী তারেক রহমানের ফাঁসি হবে। আমরা এটা প্রত্যাশা করেছিলাম। কিন্তু তাঁর ফাঁসি হয়নি। এতে আমরা হাতশ হয়েছি। আমরা চাই, তারেককেও ফাঁসির দঁড়িতেও ঝুলানো হোক।’
প্রসঙ্গত, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদ- দিয়েছেন আদালত। এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী, সাবেক সাংসদ কায়কোবাদসহ ১৯ জনের যাবজ্জীবন দেওয়া হয়েছে।
বড়লেখায় তারেক রহমানের ফাঁসির দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ
