বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় মদসহ আবুল কালাম আজাদ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ বোতল ভারতীয় মদ এবং ৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে বড়লেখা থানায় মামলা করা হয়েছে। আজাদ উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের ইছাক আলীর ছেলে।
উত্তর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।
Post Views:
0