কমলগঞ্জ প্রতিনিধি:
‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে।
বুধবার (১০ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের সহযোগীতায় এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক নিরু শামসুন নাহার। আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও আব্দুল হান্নান চিনুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন-দুদক এর হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মলয় কুমার সাহা, শামসুন নাহার পারভীন প্রমুখ। আলোচনা সভার শুরুতে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান দুর্নীতি দমন কমিশনের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক নিরু শামসুন নাহার। এসময় উপজেলা কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। পরে শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী বক্তব্য পেশ করেন।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Post Views:
0