কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্বজনীন দেবালয়ে বুধবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্টের উদ্যোগে ট্রাষ্টের চেয়ারম্যান,ফারুক আহমেদ ও তাঁর পারিবারিক বন্ধু ডাঃ প্রতিভা চক্রবর্তী, শ্রীমতি শাশ্বতী বসু ও শ্রীমতি বুলা মিত্র ও মি. ভাস্কর প্যাটেল এর আর্থিক সহযোগিতায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বী দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সত্যেন্দ্র কুমার পালের সভাপতিত্বে ও পিন্টু দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল। গেষ্ট অব অনার ছিলেন মো: ইফতেখার আহমেদ বদরুল। বক্তব্য রাখেন দিপক কান্তি রায়, গণেশ চন্দ্র শীল, নরোত্তম বর্ধন, গৌরাঙ্গ মালাকার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন প্রমোদ রঞ্জন দেবনাথ।
অনুষ্ঠানে ৭৬ জন অসহায় দরিদ্রদের মধ্যে নগদ ১৪শ’ টাকা করে ১ লক্ষ ৬ হাজার ৪শ’ টাকা বিতরণ করা হয় এবং আর্থিক অনুদানদাতার মঙ্গলসহ বিশ্বের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
কমলগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ
![কমলগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ](https://mbpratidin.com/wp-content/uploads/2018/10/Jubada-1.jpg)