কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ১৫ বোতল ভারতীয় মাদক সহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।
মঙ্গলবার (৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টায় শমশেরনগর এয়ারপোর্ট রোডের বিএএফ শাহীন কলেজের পাশ থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, শমশেরনগর পুলিশ ফাঁড়ি ইনর্চাজ অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে এস আই সায়েম আহমেদ, এস আই শাহ আলম, এ, এস আই তৈয়ব আলী সঙ্গিয় ফোর্স পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ সহ ৩ যুবককে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার (ঢাকা মেট্রো ক ০৩-৩৩৯৭) আটক করা হয়।
আটককৃতরা হলেন-মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া গ্রামের আব্দুল রহমানের ছেলে জাবেদ মিয়া (২৭), মাতার কাপন গ্রামের তাজু মিয়ার ছেলে আফজল মিয়া (২৮) ও সুরুজ মিয়ার ছেলে আরিচ মিয়া (২১)। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
Post Views:
0