কমলগঞ্জ প্রতিনিধি:
আর মাত্র কয়েকদিন পরই অনুষ্টিত হতে যাচ্ছে সনাতনী ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। চারিদিকে পূজা পূজা গন্ধ। দূর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মাকে বরণ করতে প্রস্তুত পূজামন্ডপগুলো। ইতিমধ্যে উপজেলার অধিকাংশ পূজামন্ডপে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। এখন রঙ তুলির আঁচড়ে সৌন্দর্য বর্ধণের কাজ চলছে। মাটির কাজ শেষ করে রং তুলির খেলায় প্রতিমাকে সজ্জিত করতে ব্যস্ত সময় পাড় করছেন মন্ডপগুলোর মৃৎশিল্পীরা।
এমনই চিত্র দেখা গেছে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে। তবে এবারের পূজার প্রতিমায় ব্যতিক্রম আনার চেষ্টা করেছেন বেশ কয়েকটি পূজামান্ডপ। বিগত বছরের তুলনায় এ বছর দূর্গোৎসবে দ্বিগুন ব্যয় বৃদ্ধি পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের। এরপরও থেমে নেই কোন আয়োজন। রকমারী আলোক সজ্জার বর্ণালী বাহারে সাজানো হবে মন্ডপ ও তার আশপাশ। হাতে আর কয়েকদিন বাকি। তাই রাত-দিন চলছে সাজ-সজ্জার কাজ।
কমলগঞ্জ উপজেলায় মোট পূজা মন্ডপের সংখ্যা ১৩৬ টি। তারমধ্যে কমলগঞ্জ পৌরসভায় ৭টি, ১নং রহিমপুর ইউনিয়নে ১৭ টি, ২ নং পতনউষার ইউনিয়নে ১৭টি, ৩নং মুন্সীবাজার ইউনিয়নে ১৪টি, ৪ নং শমসেরনগর ইউনিয়নে ১৪টি, ৫নং কমলগঞ্জ ইউনিয়নে ৮টি, ৬নং আলীনগর ইউনিয়নে ২১টি, ৭নং আদমপুর ইউনিয়নে ১২টি, ৮নং মাধবপুর ইউনিয়নে ১৬টি ও ৯নং ইসলামপুর ইউনিয়নে ১০টি পূজামন্ডপ রয়েছে। কমলগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা জানান, শারদীয় দূর্গাপূজা আনন্দঘন ও শানিন্তপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে আমরা সর্বপ্রকার সর্তকতা অবলম্বন করছি। সার্ব্যকিভাবে পূজা করার জন্য মান্ডব কমিটিগুলোকে অভিহিত করেছি। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অধিকতর নিরাপত্তা জোড়দারের জন্য প্রত্যেক মন্ডপে মন্ডপ কমিটির নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবক রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। ধর্মীয় অনুষ্টানের বাইরে কোন অনুষ্টান করলে প্রশাসনের সাথে যোগযোগ করার কথা বলা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভাবে পূজা উদ্যাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। এ উপলক্ষ্যে ৮ অক্টোবর স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে ১৩৬টি পূজামন্ডপ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে বৃহৎ আকারে একটি প্রস্তুতি সভার আহ্বান করেছি। কমলগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আরিফুর রহমান ও ওসি(তদন্ত) সুধীন চন্দ্র দাস জানান, কমলগঞ্জের ১৩৬ টি পূজামন্ডপে শান্তিপূর্ণ ভাবে পূজা উদ্যাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকটি পূজামন্ডপ এলাকায় আইন-শৃঙ্খলা জোড়দার করা হয়েছে। পূজা মন্ডপগুলোর নিরাপত্তা রক্ষায় ইতিমধ্যে ১১৮০জন আনসারসহ বিপুল সংখ্যক পুলিশের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।