শেরপুর প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের গোরারাই বাজারে অভিনব কায়দায় ডাকাতি বুধবার দুপুর ১২টায় সময় সংগঠিত হয়।
জানা যায়, গোরারাই বাজারে কামাল এন্ড জামাল ষ্টোর ও কনর ট্রেডার্স থেকে নগদ প্রায় ৭০,০০/- হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
অভিনব কায়দায় দামী কার ও সাজসজ্জ বিশিষ্ট দুজন ভদ্র মহিলা তাদের বয়স আনুমানিক ৩০-৩৫ ও একজন ছোট বালিকা ১০ বছরের এসে দোকানদারের সাথে পন্যের দাম কষাকষি করে বিভিন্ন পন্য দেখার এক পর্যায়ে দোকানের মালিককে অন্য মনষ্ক করে ক্যাশ বাক্স থেকে ছোট বালিকার মাধ্যম্যে কনর ট্রেডার্স থেকে নগদ ৫০,০০০ টাকা ও কামাল ষ্টোর থেকে ২০,০০০ টাকা নিয়ে মিনিট পনের মধ্যে এলাকা ত্যাগ করে পালিয়ে যায়। উভয় দোকান থেকে তারা কোন পন্য ক্রয় করেনি। এব্যাপারে কনর ট্রেডার্সে মালিক মলিক মিয়ার সাথে আলাপ কালে তিনি যানান গাড়ী করে তাহার দোকানে ডিজেল পেট্রল কোং নিয়ে আসবে তার টাকা পরিশোধে জন্য ক্যাশে এনে রেখেছিলাম ।
এব্যাপারে ব্যবসায়ী আজমল হোসেন জানান, তিনি এখনো আইনগত কোন পদক্ষেপ নেননি।
অভিনব কায়দায় ডাকাতি





















