ষ্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন পরবর্তীতে নিয়ম বহির্ভুতভাবে ফলাফল পরিবর্তনের অভিযোগ উঠেছে। এনিয়ে নির্বাচনে বিজয়ী দু’জন প্রার্থী চেম্বার আদালতে মামলা দায়ের করেছেন এবং জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সোমবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে তারা এমন অভিযোগ করেন।
অভিযোগকারীরা হলেন, অর্ডিনারী পদে বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেলের আবুল কালাম বেলাল ও জামায়াত প্যানেলের প্রকৌশলী জহিরুল ইসলাম জাকির।
সংবাদ সম্মেলনে তারা বলেন, ১১ ডিসেম্বর নির্বাচনে আমরা বিজয়ী হই এবং নির্বাচন বোর্ডও চূড়ান্ত ফলাফল শীটে আমাদের নাম প্রকাশ করেন। নির্বাচনী তপশীল অনুযায়ী কিছু প্রার্থী ফলাফলের উপর লিখিত আপত্তি জানালে আপিল বোর্ড তা পুনঃগণনার সিদ্ধান্ত নেয়। ১৭ ডিসেম্বর ভোট পুনঃগণনার সময় প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মোবারক খান, জেলা প্রশাসকের প্রতিনিধি ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আমরা উভয়’কে ও অনেক অর্ডিনারী সদস্যকে উপস্থিত না রেখে কারচুপি করে নর্বাচনী ফলাফল পরিবর্তন করার প্রক্রিয়া শুরু হয়। অনেক প্রশাসনিক কর্মকর্তাকে অনুপস্থিত রেখে আপিল বোর্ডে আবেদনকৃত অর্ডিনারী প্রার্থীর ভোট পুনঃগণনা করলে তা স্বচ্ছতা হারায় এবং ফলাফল প্রশ্নবিদ্ধ হয়।
এদিকে মঙ্গলবার দুপুরে শহরের বেঙ্গল কনভেনশন হলে ২৮ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২০২৪-২০২৫ সালে পরিচালনা পর্ষদ নির্বাচিত ২০২৬-২০২৭ সালে পর্ষদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
উল্লেখ্য, ১১ ডিসেম্বর চেম্বার ভবনে ২০২৬-২০২৭ সালের নির্বাচনে জামায়াত প্যানেলে অর্ডিনারী পদে বিজয়ী হন, প্রকৌশলী মো: মোয়াজ্জেম হোসেন, সৈয়দ মহিউদ্দিন আহমদ শাহিন, মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী (মোর্শেদ), মো: আবু নোমান মুয়িন ও জহিরুল ইসলাম জাকির। বিএনপি সমর্থিত প্যানেলে বিজয়ী হন, হাসান আহমেদ জাবেদ, মো: আব্দুল মুকিত, সাইফুল ইসলাম টুটুল, এমদাদুল হক এমাদ, হাফেজ আহমদ মাহমুদ, হানিফ মোহাম্মদ খান নিয়াজ ও আবুল কালাম বেলাল।
নির্বাচনে এসোসিয়েট পদে বিজয়ী হন, বিএনপি প্যানেলে মো: রুবেল মিয়া, মির্জা সোহেল বেগ, মো: দেলোয়ার হোসেন ও সৈয়দ সালমান আহমেদ জুমন। জামায়াত প্যানেলে মো: আলখাছ উর রহমান ও মো: মোক্তাদির হোসাইন।
২১ ডিসেম্বর পূণরায় ভোট গণনা করে এমরোজ আহমেদ ও রাহিদ আহমেদ জাকির’কে বিজয়ী ঘোষণা করা হয়।
মৌলভীবাজার চেম্বারে দ্বি-বার্ষিক নির্বাচনে নিয়ম বহির্ভুতভাবে ফলাফল পরিবর্তনের অভিযোগ



















