ষ্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শুক্রবার সকালে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানান সর্বস্তরের জনসাধারণ।
এ সময় অন্যান্যদের মধ্যে পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, ২৫০ শয্যা সদর হাসপাতাল, আঞ্চলিক পাসপোর্ট অফিস, শিক্ষা প্রকৌশল, স্বাস্থ্য প্রকৌশল, সড়ক ও জনপদ, জনশক্তি ও কর্মসংস্থান, যুব উন্নয়ন, বিআরটিএ ও এলজিইডি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
Post Views:
0