ষ্টাফ রিপোর্টার
মৌলভীবাজাবেব শ্রীমঙ্গল উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচি কর্তৃক আয়োজিত শ্রীমঙ্গল উপজেলার ভুরভুরিয়া গ্রামে বাল্যবিবাহের ঝুকিতে থাকা কিশোরীদের মাঝে বাল্যবিয়ের তথ্য কার্ড বিতরন করা হয়েছে।৭ ডিসেম্বর দুপুরে তথ্য কার্ড বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। এ সময় অন্যান্যদের মেধ্য উপস্থিত ছিলেন ইলিমেন্ট হাজং বিডিসি, দেলোয়ার হোসেন ও জেলা ব্যবস্থাপক,নজরুল ইসলাম ডেপুটি ম্যানেজার , সোহেল রানা ক্যাপাসিটিডেভলাপমেন্ট, ভুরভুরিয়া পল্লী সমাজের সভা প্রধান অমৃতা দোষাদ,উত্তম কুমার দেব অফিসার সেলপ। এ সময় বাল্যবিয়ে ঝুকিতে থাকা ৬০ জন কিশোরিদের মধ্যে তথ্য কার্ড বিতরণ করা হয়