ষ্টাফ রিপোর্টারঃ
যুক্তরাজ্য প্রবাসী শাহ বাবলু হোসেনের উদ্যোগে মৌলভীবাজার পৌর শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য উপকরণ (স্যানেটারী প্যাড) বিতরণ এবং বিদ্যালয়ে একটি আলমারি প্রদান করেন। মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাফিজা বিদ্যালয়ের প্রধান শিক্ষা রাশেদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, স্কুলের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা মকবুল হোসেন, আজমনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সমাজসেবক সেলিম আহমদ, সমাজকর্মী দুলাল হোসেন জুমান, সমাজকর্মী সিরাজুল হাসান ও সাংবাদিক রুমেন আহমদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন।
Post Views:
0