ষ্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মৌলভীবাজারে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‘তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গীকার, তথ্যই শক্তি, তথ্যই মুক্তি’ এই স্লোগানের মধ্য দিয়ে সুজন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সুজন-সুশাসনের জন্য নাগরিক, মৌলভীবাজার জেলা কমিটির আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাব কনফারেন্স হলে বুধবার সকালে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সাধারণ সম্পাদক জহর লাল দত্তের পরিচালনায় ও সভাপতি ডা. সাদিক আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সুজন সহ-সভাপতি অধ্যক্ষ ইকবাল আহমদ, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন পমুুখ।
উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও ছাত্র প্রতিনিধিরা।
মৌলভীবাজারে তথ্য অধিকার দিবসে সুজনের গোলটেবিল বৈঠক
