ষ্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে মর্মান্তিক হত্যাকান্ডের সকল শহিদের স্মরণে মৌলভীবাজার জেলা যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলা স্টেডিয়ামে ৫’শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ রঞ্জন দাশের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, রাজনীতি মানুষের জন্য। মানবসেবাই রাজনীতির মূল অনুষঙ্গ। শোকাবহ এই আগস্ট মাসে যুবলীগের নেতাকর্মীরা করোনার এই মহাসংকটে মানব সেবায় আত্মনিয়োগ করেছে। অন্য দিকে বিএনপি-জামাত করছে দেশধ্বংসের ষড়যন্ত্র। দেশের জনগণকে নিরাপদ রাখতে যুবলীগের নেতাকর্মীদের বিএনপি-জামাতের ষড়যন্ত্রের ব্যাপারে সদা সজাগ থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশিদ, মো. মোয়াজ্জেম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দ্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, ড. মো. রেজাউল কবির, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি বেলায়ত হোসেন, বড়লেখা উপজেলা সভাপতি তাজ উদ্দিন, কমলগঞ্জ উপজেলা সভাপতি জুয়েল আহমদ, কুলাউড়া উপজেলা সভাপতি আব্দুস শহীদ, বড়লেখা উপজেলা সভাপতি তাজ উদ্দিন, জুড়ী উপজেলা সভাপতি মামুনুর রশিদ সাজু, জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।