ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল আহাদ শাহিন (৪০) এর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের টেংরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী আব্দুল আহাদ শাহিন কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নের কৌলা গ্রামের রফিক মিয়ার ছেলে। সম্প্রতি তিনি লন্ডন থেকে দেশে এসে দ্বিতীয় বিয়ে করে মৌলভীবাজারে থাকতেন। লন্ডনে তার প্রথম স্ত্রী ও সন্তান রয়েছেন।
নিহত শাহীনের বড় ভাই শামীম জানান, শাহীন তার শ্বশুরবাড়ি মৌলভীবাজার থেকে মোটরসাইকেল যোগে কুলাউড়ায় নিজ বাড়িতে ফেরার পথে পথিমধ্যে এ দুর্ঘটনার শিকার হন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশিম জানান, গুরুত্বর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।