ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণে কাজের বাবুর্চি মাসুক মিয়া’র (৪০) মৃত্যু নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে। পরিবার এবং এলাকাবাসী এটাকে পরিকল্পিত হত্যা বললেও নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্টরা এটাকে দূর্ঘটনা বলছেন। তবে রাজনগর থানা পুলিশ বলছে ময়না তদন্তের পর হত্যা না দূর্ঘটনা জানা যাবে।
বুধবার সকালে উপজেলার তেলিজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুক মিয়া ওই এলাকার কনাই মিয়ার ছেলে।
নিহত মাসুক মিয়া’র চাচী নিলুফা আক্তার বলেন, মাসুক এখানে ৪ বছর যাবত চাকুরি করছেন। চাকুরির পাশাপাশি সাইটের পাশে শাক সবজিও চাষ করেন। বুধবার সকাল ৭টায় প্রতিদিনের মতো সাইটে যান মাসুক মিয়া। ৯টায় তার সবজি খেত থেকে ২টা মিষ্টি কুমড়া নিয়ে বাড়িতে এসে স্ত্রী’র কাছে দিয়ে যান। এসময় বলেন, তার বড় দুইটা মিষ্টি কুমড়া কে নিয়ে গেছে। এটা জিজ্ঞাসা করতে তিনি আবার নির্মাণ কাজের পাশে যান। পরে ১১টার দিকে আমরা যানতে পারি মাসুক মিয়া মারা গেছেন। তিনি আরও বলেন, নির্মাণ শ্রমিকরা তার মৃত্যুর সংবাদ আমাদেরকে না জানিয়ে মাসুকের মৃত দেহ হাসপাতাল নিয়ে যায়। এতে আমাদের সন্দেহ হচ্ছে মাসুক মিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
এবিষয়ে ডালি কন্সটাকশন লিমিটেডের প্রজেক্ট ইঞ্জিণিয়ার সবুজ আহমদ বলেন, নিহত মাসুক ছিল আমাদের কিউরিং ম্যান। লকডাউনে কাজ বন্ধ থাকায় সাইটের নিরাপত্তার জন্য সুপারভাইজার উনাকে নিয়ে বেড়ার কাজ করছিলেন। তখন এই দূর্ঘটনা ঘটে।
এ ব্যপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, মরদেহ মর্গে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।
Post Views:
0