ষ্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার দুপুরে মৌলভীবাজার জেলায় কর্মরত নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের দপ্তর প্রধান, কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ করেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ মামুনুর রশীদ।
বক্তব্য রাখেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ আবু তাহের, পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুমিনুল হক, অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল ওয়াদুদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সর্দার ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান প্রমুখ।