ষ্টাফ রিপোর্টারঃ মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মৌলভীবাজার শহর ও জেলার বাকী উপজেলার ২০টি পয়েন্টে রোববার মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন। এসময় মাস্ক পরিধান না করায় ৩’শ ৯৩ টি মামল ও ৯৩ হাজার ৩’শ ৯০ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন বলছে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ প্রমুখ।