ষ্টাফ রিপোর্টারঃ
ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে একাধিক সংগঠন। জুম্মার নামাজ শেষে শহরের চৌমুহনী দেওয়ানী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ উলামা মাশায়েখ পরিষদ মৌলভীবাজার জেলা শাখা।
মিছিলটি শহরের সেন্ট্রাল রোড হয়ে হামিদিয়া পয়েন্টে সমাবেশে মিলিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা শেখ আব্দুল হক, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, মাওলানা হাফেজ তাজুল ইসলাম ও মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ। এদিকে একই সময় শহরের শাহ মোস্তফা মাজার হতে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। এছাড়াও রাজনগর উপজেলার বিভিন্ন বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
ফ্রান্সে মহানবী (সা:) কে অবমাননায় মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ





















