স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফখরুল ইসলামকে ১ম যুগ্ম সম্পাদক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। দপ্তর সম্পাদকের পাশাপাশি এখন থেকে তিনি যুগ্ম সম্পাদকের দায়িত্বও পালন করবেন। গত ১৩ অক্টোবর মঙ্গলবার জেলা বিএনপির এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বাাক্ষরিত দলীয় প্যাডে মো. ফখরুল ইসলামকে ১ম যুগ্ম সম্পাদক পদে পদোন্নতির বিষয়টি জানানো হয়। দলীয় প্যাডে বলা হয়, উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।





















