ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে আওয়ামীলীগ নেতা ও ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য সুয়েল আহমদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষ্যে সোমবার বিকালে সদর উপজেলার কনকপুর এলাকায় উনার বাড়িতে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা সুয়েল আহমদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল হাসান রাজিব, আব্দুল হান্নান, আব্দুর রহিম, কৃষকলীগ নেতা মিজান, রুনু মিয়া, মতি মিয়া ও আজির মিয়া প্রমুখ।
এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।