বিজ্ঞপ্তিঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার দীর্ঘদিনের মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন লেখক, গবেষক ও ব্যাংকার মোঃ আবু তাহের।
এক শোক বার্তায় মোঃ আবু তাহের মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় তিনি বলেন, দেশে কওমী মাদ্রাসায় শিক্ষা বিস্তার তথা ইসলামী শিক্ষার প্রসার ও প্রচারে মাওলানা সারা জীবন কাজ করেছেন। দেওবন্ধের অনুসারী আলেমদের মধ্যে বয়োজ্যেষ্ঠ এই ইসলামী চিন্তাবীদ কওমী মাদ্রাসা শিক্ষা আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সরকারি স্বীকৃতি আদায়ে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। তিনি জীবনের শেষ সময়ে এসেও ইসলামের জন্য কাজ করেছেন।