ষ্টাফ রিপোর্টারঃ
সদ্য প্রয়াত মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের স্মরণে শুক্রবার রাতে মৌলভীবাজার কোর্ট এলাকায় শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি লেখক ও গবেষক এডভোকেট আবু তাহের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন ও জেলা পরিষদের সদস্য সৈয়দা জেরীন আক্তার প্রমুখ ।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার বিজনেস ফোরাম এর সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসাইন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার, সংগঠনের সহ-সভাপতি মোঃ ফয়জুর রহমান, সাংবাদিক ও সমাজকর্মী চৌধুরী মোহাম্মদ মেরাজ ও মোঃ শামসুল ইসলাম প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুর রহমানের জীবন ও কর্ম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক ও গবেষক এডভোকেট আবু তাহের।