ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার সরকারি কলেজের সীমানা প্রাচীর সংলগ্ন দেয়ালের নিচ থেকে হঠাৎ করে ধোঁয়ার কু-লী বের হলো।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলের দিকে হঠাৎ করে সরকারি কলেজের প্রধান ফটকের পাশে দেয়ালের নিচ থেকে ধোঁয়া বের হচ্ছিলো। ধোঁয়া দেখে দেখে জনমনে আতঙ্ক বিরাজ করে। খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের অডিটোরিয়ামে বিদ্যুতের ইন্টারনাল একটা লাইন মাটির নিচ দিয়ে সংযোগ দেয়া হয়। হঠাৎ করে শর্ট সার্কিটের কারণে বাইরের ধোঁয়া বের হতে দেখা যায়। এই ইন্টারনাল লাইনটি বেশ পুরোনো ছিলো।
সরকারি কলেজের অধ্যক্ষ ডা. ফজলুল আলী বলেন, কলেজের ভেতরে মাটির নিচ দিয়ে নেয়া একটা লাইনে শর্ট সার্কিট হয়ে ধোঁয়া বের হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ধোঁয়া নিয়ন্ত্রণ আনেন।
এবিষয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ- সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, মটির নিচ দিয়ে কলেজের ইন্টারনাল লাইনে শর্ট সার্কিট হয়। এতে লাইনের ইনসুলেশন গলে যায় এবং এ জন্য ধোঁয়া বের হচ্ছিলো। পরে আমরা ধোঁয়া বন্ধ করি। কলেজের কর্তৃপক্ষকে আমরা বলে এসেছি এই লাইনগুলো মাটির নিচ থেকে বের করে যাতে উপরের দিকে নেয়া হয়।