ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে মাদকদ্রব্য সেবন করে কলেজছাত্রীকে ধর্ষণ মামলার দুই নম্বর আসামী রায়হান আনসারীর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা মৌলভীবাজার মডেল থানার এসআই তাপস রায়হান আনসারীর সাত দিনের রিমান্ড আবেদন করলে অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম কাজী বাহাউদ্দিন শুনানি শেষে সোমবার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে প্রধান আসামী ও অপর দুই আসামি ৮ দিন ধরে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।
রায়হান আনসারী গত বৃহস্পতিবার বিকেলে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন।
জানা যায়, মৌলভীবাজার শহরতলির সোনাপুর গ্রামের একটি ভাড়া বাসায় ৩ আগস্ট রাতে ডিনার পার্টির আয়োজন করেন মার্জিয়া প্রভা নামের এক নারী নেত্রী। সেখানে অংশ নেওয়া কলেজছাত্রী গাঁজা সেবনের ফলে স্বাভাবিকতা হারিয়ে ফেললে ছাত্রফ্রন্ট নেতা তুষার তাকে উঠিয়ে অন্য একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। গত ২৫ আগস্ট বাসার ভাড়াটিয়া মাহমুদ এইচ খান ফেসবুকে এ সম্পর্কিত একটি স্ট্যাটাস দিলে ধর্ষণের ঘটনা জনসম্মুখে আসে। এরপর ভিকটিম ৩১ আগস্ট বিকেলে মৌলভীবাজার মডেল থানায় উপস্থিত হয়ে ধর্ষকসহ চার ব্যক্তির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন। নারী নির্যাতন মামলায় তুষারকে প্রধান আসামি এবং রায়হান আনছারী ও মার্জিয়া প্রভাকে আসামি করা হয়।
Post Views:
0