ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলা বিএনপি নেতা হেলু মিয়াকে দলীয় পদবী থেকে অব্যাহত দেয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গত ১৪ আগষ্ট জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত প্যাডে তাকে জেলা কমিটির ১ম যুগ্ন সাধারণ সম্পাদকের পদ হতে অবিলম্বে অব্যাতি প্রদান করেন।
এ বিষয়ে বিএনপি নেতা হেলু মিয়া বলেন, জেলা বিএনপি’র সভাপতি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান একক সিদ্ধান্তে আমাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছেন। যা গঠনতন্ত্র বিরোধী বলে আমি মনে করি। তিনি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিএনপি নেতা হেলু মিয়া আরও বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের গঠনতন্ত্র বিরোধী কমর্কান্ডের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রতিকার চাইব।
এ বিষয়ে জেলা বিএনপির একাধিক নেতাকর্মীর সাথে কথা হলে তারা বলেন, কেন্দ্রের অনুমতি ব্যতীত জেলা কমিটির একজন গুরুত্বপূর্ণ নেতাকে এভাবে অব্যাহতি দেয়া যায়না। এনিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা অবিলম্বে অব্যাহতি প্রত্যাহারের দাবি জানান।
মৌলভীবাজার জেলা বিএনপি নেতা হেলু মিয়াকে অব্যাহত দেয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ




















