ষ্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় রোববার দুপুরে মৌলভীবাজারে করোনা রোগী ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু) মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টার, পৌর শহরের ছিন্নমূল পথশিশু এবং অসহায় মানুষদের মধ্যে শহর ঘুরে খাবার ও মাক্স বিতরণ করেন।
ছাত্রনেতা জাকের করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই অসংখ্য মানুষকে নগদ টাকা, বাসায় বাসায় খাবার, মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে আসছেন।
মৌলভীবাজারে জাতীয় শোক দিবসে করোনা রোগী ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ
