স্টাফ রিপোর্টারঃ করোনা মহামারীতে স্থবির হয়ে আছে পুরো দেশ।অনাহার আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে নিম্ন আয়ের মানুষরা। দেশের বিভিন্ন অঞ্চলের মতো মৌলভীবাজার জেলারও অবস্থা প্রায় একি। মৌলভীবাজার চা বাগান অধ্যুষিত এলাকা।পুরো জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলো চা বাগান।বাগান গুলোতে কাজ করে অসংখ্য শ্রমিক।এদের অধিকাংশই নিম্ন আয়ের।করোনা মহামারীতে এরা মানবেতর জীবনযাপন করছে।এমন পরিস্থিতিতে এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে মৌলভীবাজার ডিবেটিং সোসাইটি আয়োজন করেছে ন্যাশনাল ডিবেট কম্পিটিশন “এমডিএস ফান্ডরাইজার আই.ভি. ২০২০”।আগামী ২৪ ও ২৫ জুলাই অনলাইন অ্যাপ ডিসকর্ডে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বাংলাদেশের ২৪ টি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল। দলগুলোর নিবন্ধন ফি থেকে প্রাপ্ত সকল টাকা প্রদান করা হবে করোনা মহামারীতে অসহায় হয়ে পড়া চা শ্রমিকদের।
বিতর্ক চর্চার জন্য মৌলভীবাজার জেলার একমাত্র জেলাভিত্তিক বিতর্ক সংগঠন এমডিএসের জাতীয় পর্যায়ে এটিই প্রথম কোন আয়োজন।যদিও প্রতিষ্ঠলগ্ন থেকেই নিজ জেলায় বিতর্ক ছড়িয়ে দিতে,দক্ষ বিতার্কিক তৈরীতে নিয়মিত কাজ করে যাচ্ছিল সংগঠনটি।
মৌলভীবাজার ডিবেটিং সোসাইটির সভাপতি বলেন,বিতর্ক নিয়ে আমরা নিয়মিত কাজ করছি।তবে সামাজিক দায়বদ্ধতা থেকে নিজের পাশে পড়ে থাকা অসহায় মানুষদেরকে সহায়তা
করতে আমাদের এই আয়োজন। আমরা হয়তো সবাইকে সহযোগিতা করতে পারব না তবে আমরা আমাদের জায়গা থেকে যতটুক পারি ততটুক সহযোগিতা করার উদ্দেশ্যে নিয়েই মূলত আমাদের এই ক্ষুদ্র পয়াস।তাছাড়া জাতীয় পর্যায়ে এমডিএসের প্রথম কোন আয়োজন হওয়ায় ক্লাবের সকলের মধ্যেই একটি বাড়তি উত্তেজনা কাজ করছে।”
Post Views:
0