ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি সদস্য হাজী আহমদ উদ্দিনের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় গোরারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ খালিছুর রহমান মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। জনপ্রতিনিধির এমন কান্ডে স্থানীয়দের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমতি ব্যতীত ৭ জুলাই সদর উপজেলার সরকার বাজার-গোরারাই বাজার রোডের ৫/৬টি গাছ শ্রমিক দিয়ে কেটে নিয়েছেন ইউপি সদস্য আহমদ উদ্দিন। এসময় তিনি গোরারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি গাছ কেটে নেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে ইউপি সদস্য ১২/১৪টি গাছ কেটে নিয়েছেন।
এ ব্যাপারে ইউপি সদস্য আহমদ উদ্দিন বলেন, ২/৩ টা গাছ মরে যাওয়ায় লোকজনের উপর পড়ে যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। দূর্ঘটনা এড়াতে গাছ কেটে রাখা হয়েছে।
খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু বলেন, “সাংবাদিকরাই আমাকে ফোন দিয়ে গাছ কাটার বিষয়টি জানান। এর আগে আমি জানতাম না। বন বিভাগের অনুমতি না নিয়ে ইউপি সদস্য কোনো ভাবেই গাছ কাটতে পারেন না। একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা কোনো অবস্থাতে তার পক্ষে ঠিক হয়নি।