কুলাউড়া প্রতিনিধিঃ
কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন বাজারের ভাটেরা ট্রেডার্স টাওয়ারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ভাটেরা এজেন্ট আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে।
৬ জুলাই, সোমবার দুপুর ২ ঘটিকায় শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফি আহমদ সলমান।
এসময় তিনি বলেন, ভাটেরার এই বিশাল জনগোষ্ঠীর জন্য ইসলামী ব্যাংকের কোন শাখা নেই। যার ফলে অনেকটা পিছিয়ে আছে ওই এলাকা। এই এলাকার মানুষের ব্যাংকিং সেবা দিতে ইসলামী ব্যাংক ভাটেরায় এজেন্ট আউটলেট শাখার উদ্বোধন করেছে। এখান থেকে অনায়াসে তারা ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। ইসলামী ব্যাংক সুদ মুক্ত থাকায় এবং ইসলামি শরীয়ত মোতাবেক পরিচালিত হওয়ায় মানুষের আস্থার জায়গায় স্থান করে নিবে বলে আমি বিশ্বাস করি।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কুলাউড়া শাখা প্রধান ও এ.ভি.পি মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে ও শাখা ইনচার্জ মো: আমিনুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম, ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি আকমল হোসেন তালুকদার, সাইফুল তাহমিনা আলিম মাদরাসার সভাপতি বদরুল আলম সিদ্দিকী নানু।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইচ্ছেঘুড়ি ফাউন্ডেশনের প্র্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ হাসান, সাইফুল তাহমিনা আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান ও পূবালী ব্যাংক ভাটেরা শাখার ব্যবস্থাপক শিব্বির আহমদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Post Views:
0