ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের প্রবাসীদের পাঠানো ঈদ উপহার পেলো ভাটেরা ইউনিয়নের ৯৭৯ টি পরিবার। বিশে^র বিভিন্ন দেশে অবস্থানরত ভাটেরার প্রবাসীদের উদ্যোগে গঠিত মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালীন দুর্গতদের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রকল্প “কোভিড-১৯ রেসপন্স গ্লোবাল ভাটেরা”-এর মাধ্যমে ভাটেরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯৭৯ টি পরিবারের মধ্যে ১ হাজার টাকা করে মোট ৯ লক্ষ ৭৯ হাজার টাকা আর্র্থিক সহায়তা (ঈদ উপহার) প্রদান করা হয়েছে। গত ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত পর্যায়ক্রমে ভাটেরার ২৬ টি গ্রামের তালিকাভুক্ত আয়-উপার্জন বন্ধ হওয়া মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও আর্থিকভাবে অস্বচ্ছলদের ঘরে ঘরে সহায়তার অর্থ পৌছে দেন এ প্রকল্পের স্বেচ্ছাসেবীরা। সহয়তা প্রাপ্তদের মধ্যে ভাটেরা ইউনিয়নের ৪৮টি মসজিদের ইমাম ও ১২৮ টি হিন্দু পরিবারও রয়েছেন। প্রকল্পটির তহবিল সংগ্রহে বিশে^ও বিভিন্ন দেশে বসবাসরত ভাটেরার ১২৩ জন প্রবাসী অর্থায়ন করেছেন। “কোভিড-১৯ রেসপন্স গ্লোবাল ভাটেরা” প্রকল্পের উদ্যোক্তাগণ এ প্রকল্পে অর্থায়নকারী ভাটেরার সকল প্রবাসী, বাংলাদেশের সমন্বয়ক, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।