ষ্টাফ রিপোটারঃ
কুলাউড়া উপজেলার ভুকশিমইলের নোয়াকুনা বায়তুল ফালাহ জামে মসজিদে শুক্রবার রাতে তারাবির নামাজ শেষে ছাত্রলীগ নেতা জুয়েল আহমদ এর উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এ সময় দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব ও ভুকশিমইল আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা হাফিজুল ইসলাম। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভুকশিমইল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, কুলাউড়া উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক কামাল হুসেন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান জুয়েল সহ এলাকার অনেক মুরব্বি, আলেম, যুবক ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররাসহ আরও অনেকে।
উল্লেখ্য দোয়া কালীন সময় মাওলানা কুলাউড়ার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদেলের সুস্থতা কামনা করেন এবং সবাই করজোড়ে কন্ঠে উনার সুস্থ্যতার জন্য দোয়া করেন।