কুলাউড়া প্রতিনিধিঃ
কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের গৌড়করণ গ্রামের ৪১টি পরিবারকে প্রবাসীদের অর্থায়নে খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী প্রদান করেছে গৌড়করণ যুব কল্যাণ পরিষদ। এছাড়াও চলতি রমজানে এই সংগঠনের পক্ষ থেকে উপহার সামগ্রী এবং আরও কিছু পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের পরিকল্পনা করা হয়েছে। এলাকার একজন অসহায় রোগীকে আর্থিক সহযোগিতাও করা হবে রমজান মাসে।
সংগঠনের পক্ষ থেকে এলাকার প্রবাসী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আগামীতে এ ধারা অব্যাহত রাখার অনুরোধ করেন স্থানীয়রা।
কুলাউড়ার গৌড়করনে প্রবাসীদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
