ষ্টাফ রিপোর্টারঃ
“একটি কলের পরে বাজার যাবে ঘরে, ফোনোত মাতি ঘরত থাকি” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে নিত্য প্রয়োজনীয় বাজার কার্যক্রম Call_ie এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প মৌলভীবাজার জেলা উদ্যোক্তাদের মাধ্যমে পুরো জেলায় এ কার্যাক্রম পরিচালিত হবে।
শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে, সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমানম ও উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের মৌলভীবাজার কার্যালয়ের প্রশিক্ষক নিয়াজ মুর্শেদ প্রমুখ।
স্ব স্ব উপজেলায় নিত্য প্রয়োজনীয় বাজারের প্রয়োজনে নিম্নের নম্বরে যোগাযোগ করতে পারেন।
মৌলভীবাজার ০১৭৮১৪৯৩৮১১
বড়লেখা ০১৭৪১৫৬৩৮১১
কমলগঞ্জ ০১৭৪০৭৯৩৮১১
জুড়ি ০১৭২৮৭০৩৮১১
কুলাউড়া ০১৭৩৮৬২৩৮১১
শ্রীমঙ্গল ০১৭৮৮৪৬৩৮১১
রাজনগর ০১৭৩২৮০৩৮১১
মৌলভীবাজারে একটি কলের পরে বাজার যাবে ঘরে
