স্টাফ রিপোর্টারঃ হালনাগাদ সড়ক পরিবহন আইন কার্য্যকর হলে মৌলভীবাজার জেলায় কমপক্ষে ১২ হাজার পরিবহন শ্রমিক বেকার হয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। পথের পরিবহন চালনা ছেড়ে দিয়ে পথে বসতে হবে তাদেরকে। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে জেলাতে চলমান রয়েছে ১৭ হাজার সি.এন.জি চালিত অটোরিক্সা এবং ৮ হাজার ইজি বাইক। উল্লেখিত সংখ্যক পরিবহন চালকদের সিংহভাগই প্রাইমারি লেভেলে উত্তীর্ণ নয়। রিক্সা চালনা রপ্তকরে কিংবা নিজ উদ্যোগে গাড়ী চালনা শিখে- অটো রিক্সা এবং ইজি বাইক চালকের পেশা বেছে নিয়েছে। প্রান্তিক জনপদে গাড়ী চালনা করে প্রতিদিনের বর্তে থাকার পথ খুঁজে নিয়েছে তারা। কিন্তু নতুন সড়ক পরিবহন আইন এ পথের জন্য প্রতিবন্ধক হয়ে উঠেছে। নতুন আইনে পরিবহন শ্রমিকদের লাইসেন্স প্রাপ্তির আবেদন করার শর্ত হচ্ছে- অষ্টম শ্রেনী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা। লাইসেন্স প্রাপ্তির আবেদন করার অপর শর্ত হচ্ছে-লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ দুই শর্তের নিকট হার মেনেছে কর্মরত প্রায় ১২ হাজার পরিবহন শ্রমিক। জনৈক সি.এন.জি চালক বলেছেন- লিখিত পরিক্ষায় ম্যাট্রিক এমনকি এইচ.এস.সি পাশরাও উত্তীর্ণ হতে পারছেনা। এমতাবস্থায় আমরা পাশ করবো বিভাবে? অনুসন্ধানে জানাগেছে- জেলার সবকটি উপজেলার সি.এন.জি এবং ইজিবাইক চালকদের বড় অংশ নিরক্ষর কিংবা প্রাইমারি লেভেল পর্যন্ত লেখাপড়া করেছে।
Post Views:
0