স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দু’মাস ধরে সহকারি কমিশনার (ভূমি) এসিল্যান্ড পদটি শূন্য রয়েছে। এতে নামজারি ও জমাখারিজসহ ভূমিসংক্রান্ত নানা কাজ ব্যাহত হচ্ছে। এ ছাড়া ভূমি সংক্রান্ত কাজে উপজেলার শত শত লোক ভোগান্তির শিকার হচ্ছে। রাজনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ততকালীন এসিল্যান্ড মাহমুদুর রহমান মামুন রাজনগর থেকে অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর থেকে এসিল্যান্ড পদটি শূন্য রয়েছে। দু’মাস অতিবাহিত হলেও এখনও এ উপজেলায় নতুন কোন স্থায়ী এসিল্যান্ড নিয়োগ দেয়া হয়নি। প্রতি সপ্তাহে দু’দিন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন মৌরভীবাজার সদর সহকারি কমশিনার (ভূমি) সুনজিত কুমার চন্দ। ফলে উপজেলার জমি সংক্রান্ত জনগুরুত্বপূর্ণ কার্যক্রম জমির নামজারী (খাজনা-খারিজ) এবং জমিজমা সংক্রান্ত কাজে আসা মানুষের ভোগান্তিতে পড়তে হচ্ছে। জমি সংক্রান্ত কাজে আসা সৈয়দ কুতুব আলী ও রোকন উদ্দিন জানান, আমি গত মাসের শুরুতে নামজারী (খারিজ) আবেদন জমা দিয়েছি। কিন্তু এসিল্যান্ড না থাকায় আমার কাজও সম্পন্ন হচ্ছে না। আমার নামজারি খুব জরুরী প্রয়োজন। এদিকে উপজেলার সচেতন মহলের দাবি উপজেলার জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে অতি দ্রুত উর্ধতন কর্তৃপক্ষ এ উপজেলায় (এসিল্যান্ড) সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ দিবেন। এ ব্যাপারে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার বলেন, আমি উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। কিছু দিনের মধ্যে নতুন এসিল্যান্ড দায়িত্ব নিবে।
Post Views:
0