ষ্টাফ রিপোর্টারঃ
সদ্য প্রকাশিত ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকায় মৌলভীবাজার জেলার ২৮ জন রাজাকারের নাম রয়েছে। তারা হলেন-
১। এমদাদউদ্দিন চৌধুরী (ভারত), গ্রাম: কাঠালতলি, পোস্ট. দক্ষিণভাগ, থানা: বড়লেখা।
২। রাজন আলী, গ্রাম: পাখিয়ালা, থানা: বড়লেখা।
৩। মাহতাবুর রহমান চৌধুরী, সহকারী, বড়লেখা থানা ম্যাজিস্ট্রেট অফিস।
৪। গউস উদ্দিন (রব), গ্রাম: পাকশাইল, ডাক: ফকিরেরবাজার, থানা: বড়লেখা।
৫। ২৩. এনামুল হক, সিও ডিভিশন, বড়লেখা উপজেলা।
৬। মাহতাব উদ্দিন চৌধুরী (ভারত), গ্রাম। উত্তর কুলাউড়া, থানা: কুলাউড়া।
৭। আলহাজ্ব মাহমুদুর রহমান চৌধুরী, (ভারত।) গ্রাম ও পোস্ট: পৃথিমপাশা, থানা: কুলাউড়া।
৮। নবাবজদা আলী ইয়াওর খান (ভারত) গ্রাম: রাউতগাঁও, থানা: কুলাউড়া।
৯। বাতির মিয়া (ভারত), গ্রাম: রামপাশা, থানা: কুলাউড়া।
১০। আ ন ম ইউসুফ, পিতা- আব্দুল গণি, গ্রাম-দাউদপাড়া, থানা-কুলাউড়া।
১১। জসিমউদ্দিন আহমেদ, পিডিপি, গ্রাম: বাদে কুবেরাই, থানা: রাজনগর।
১২। আতাউর রহমান, গ্রাম: আসরাকাপন, থানা: রাজনগর।
১৩। সিএনএ জামান চৌধুরী পিএনএল, গ্রাম: বেকামুরা, মৌলভীবাজার সদর।
১৪। মোঃ মিসিরুল্লাহ, মৌলভীবাজার টাউন, মৌলভীবাজার সদর।
১৫। হাজী হাবিবুর রহমান চৌধুরী (সিএমএল), মৌলভীবাজার সদর।
১৬। আবু সুফিয়ান, পিতা- মো. খালিক, থানা- মৌলভীবাজার সদর।
১৭। জরিফ আহমেদ হুসেন পিডিপি, গ্রাম- ইসলামপুর, মৌলভীবাজার।
১৮।মো. আব্দুল সাত্তার, মৌলভীবাজার টাউন, মৌলভীবাজার সদর।
১৯। এ এইচ এম আসাদ গাজী, পিতা- ইসরাইল গাজী, গ্রাম: বাউলাছির, পোস্ট: শমসেরগঞ্জ, শ্রীমঙ্গল।
২০। দেওয়ান এ রশিদ, পিতা- এল দেওয়ান, উসমানউদ্দিন, গ্রাম: শ্রীমঙ্গল টাউন, পোস্ট ও থানা: শ্রীমঙ্গল।
২১। আমিন আলী, সিও রেভিনিউ, শ্রীমঙ্গল উপজেলা।
২২। সাজিদুর রহমান চৌধুরী, পিতা- মো. আরজাদ চৌধুরী, গ্রাম: সিরাজ নগর, পোস্ট- নারায়নচেরা, থানা- শ্রীমঙ্গল।
২৩। মুহিবুর রহমান, পিতা- আলহাজ্ব কেরমত আলী, গ্রাম: কুমারকাপন, পোস্ট: করমতনগর, থানা: কমলগঞ্জ।
২৪। আবদুল বারী চৌধুরী (ভারত), গ্রাম: শ্রীসূর্জা, থানা: কমলগঞ্জ।
২৫। সৈয়দ আবদুল কাহের, গ্রাম-রামপাশী, থানা- কমলগঞ্জ।
২৬। আব্দুল মান্নান, সহকারী, সিও ডিভিশন, কমলগঞ্জ উপজেলা।
২৭। মোহাম্মদ মুছেফর ইসলাম (জামায়াতে ইসলাম)
২৮। ফকলিশ উদ্দিন, সহকারী এসডি, মৌলভীবাজার, সিলেট।