ষ্টাফ রিপোর্টারঃ
করোনা সংকট মোকাবিলায় মৌলভীবাজার জেলা পরিষদ ৫ হাজার ৪০ পরিবারকে খাদ্য সহায়তা এবং ৭’শ পরিবারকে কৃষি সহায়তা দিয়েছে।
রোববার সকালে জেলার ৭ উপজেলায় ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে জেলা পরিষদ কার্যালয় থেকে ৫ হাজার ৪০ প্যাকেট খাদ্য সামগ্রী জেলা পরিষদ সদস্যদের হাতে তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমেদ, পৌর মেয়র মো: ফজুল রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজি লুৎফুল বারীসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুয়ায়ী বাড়ীর আঙ্গিনা ও পতিত জমি চাষাবাদের আওতায় আনতে ঢেঁড়শ, লাল শাখ, বরবটি, কলমি শাখ, ঝিংগা, করলা ও শসার বীজ কৃষি পরিবারের মধ্যে বিতরন করা হবে।
মৌলভীবাজারে ৫ হাজার পরিবারকে খাদ্য ও ৭’শ পরিবারকে কৃষি সহায়তা
