ষ্টাফ রিপোর্টারঃ
করোনা ভাইরাস সংক্রমনের সংকটকালীন সময়ে বেকার হয়ে পড়া মৌলভীবাজারে অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার ও অস্বচ্ছল মানুষদের মাঝে মধ্যে ত্রান বিতরণ করেছে মৌলভীবাজার জেলা প্রশাসক। শনিবার সকালে পৌর জনমিলন কেন্দ্রের সামনে এই ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান এবং উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।
অতিথিরা ১১০ জন বেকার মানুষের হাতে ত্রাণ তোলে দেন। এর মধ্যে প্রত্যেক ব্যক্তিক্তে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম তেল, ৫০০ গ্রাম লবন, ১ টি সাবান ও মাস্কসহ ৬’শ টাকা মূল্যের একেকটি প্যাকেট তাদের দেয়া হয়।
Post Views:
0